top of page

জাতিসংঘের তত্তাবধানে ১৯৬০/৭০ এর দশকে বিভিন্ন মহাকাশ সংক্রান্ত আইন প্রনয়ন , গৃহীত এবং কার্যকর করা হয়। মহাকাশ আইনের মূলনীতি হল, মহাকাশকে শান্তিপুর্নভাবে সকলের জন্য উন্মুক্ত রাখা এবং পারমাণবিক বোমা বা অন্যান্য মারাত্মক বোমা পরিবহন, পরীক্ষা , ব্যাবহার নিষিদ্ধ করন ।

emblem of space laws.jpg

GPS স্যাটেলাইট

07.06.2017

GPS এর সম্পূর্ণ নাম Global Positioning Systsem. GPS একটি স্যাটেলাইট ভিত্তিক ভৌগোলিক অবস্থান সনাক্তকারী পদ্দতি। GPS স্যাটেলাইট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষ্যা বিভাগের অধীনে পরিচালিত একটি মিশন। যেকোনো এক সময় কমপক্ষে ২৪ টি স্যাটেলাইট চালু থাকে। সর্বনিম্ন ২৪ টি স্যাটেলাইট দিয়ে সমগ্র পৃথিবীর GPS মিশন পরিচালিত হয়, যদিও এই মুহুর্তে ৩১ টি স্যাটেলাইট চালু আছে পৃথিবীর কক্ষপথে । পৃথিবীর কোন এক জায়গার অবস্থান জানার জন্য কমপক্ষ্যে ৪ টি স্যাটেলাইটের সংযোগ দরকার হয়।

মঙ্গল গ্রহের হারিয়ে যাওয়া মহাসাগরের কথা

13.05.2017

নাসার গবেষণায় মঙ্গল গ্রহের এক সময় মহাসাগর থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। বিজ্ঞানীদের ধারনা পানির পরিমাণ পৃথিবীর উত্তর মহাসাগরের চেয়েও বেশি পানি ছিল।

গবেষকদের ধারনা ৪৩০ কোটি বছর আগে মঙ্গল গ্রহে প্রচুর পানি ছিল, যা দিয়ে সমগ্র গ্রহেকে ১৩৭ মিটার তরল পানি দিয়ে ঢেকে দেওয়া যেতো, সেই পানি মঙ্গলের উত্তর গোলার্ধের অর্ধেক অঞ্চলে গভীর মহাসাগর তৈরি করতে পারত।

এক্সো-প্ল্যানেট GJ 1132b বায়ুমণ্ডলের সন্ধান

May 7, 2017

পৃথিবী থেকে প্রায় ৩৯ আলোকবর্ষ দুরে অবস্থিত এবং পৃথিবী থেকে ১.৪ গুন বড় গ্রহে বায়ুমণ্ডলের প্রমাণ পাওয়া গিয়েছে। সৌরজগতের বাইরে অবস্থিত কোন গ্রহে এই প্রথম বায়ুমণ্ডলের প্রমাণ পাওয়া গেল। বিজ্ঞানীদের ধারনা বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বা মিথেন রয়েছে ( অথবা পানি-মিথেন ) । কিন্তু এই গ্রহে প্রাণ থাকা কঠিন, গ্রহের তাপমাত্রা প্রায় ৩৭০ ডিগ্রি সেলসিয়াস, জানা মতে পৃথিবীতে ১২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় প্রাণ থাকা সম্ভব।

এক্সো-প্ল্যানেট : ট্রাপিষ্ট -১ (TRAPPIST-1) নতুন পাওয়া ৭টি গ্রহ

নাসা গত ২২ শে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন ও জার্নালে এই তথ্য প্রকাশ করে। এই প্রথম কোন নক্ষত্র মণ্ডলের চারিপাশে এতগুলো গ্রহের অবস্থান নিশ্চিত হওয়া গিয়েছে, মোট ৭ টি গ্রহ এই নক্ষত্রকে কেন্দ্র ঘুরছে। তাদের মধ্যে তিনটি গ্রহ বাসযোগ্য অঞ্চলে (Habitable Zone)অবস্থিত। Spitzer টেলিস্কোপের মাধ্যমে এই সাতটি গ্রহ সনাক্ত করা হয়েছে, এই গবেষণায় অন্যান্য টেলিস্কোপের মাধ্যমেও বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে । এই আবিষ্কার একটি রেকর্ড , কারণ এর আগে একই নক্ষত্রে এতগুলো গ্রহ পাওয়া যায়নি।  বিজ্ঞানীদের মতে,  সাতটি গ্রহে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে, তবে তিনটি গ্রহ যা বাসযোগ্য অঞ্চলে অবস্থিত তাতে তরল পানি থাকার সম্ভবনা আরও বেশি।

বৃহস্পতির উপগ্রহ ইউরোপা : প্রাণ ধারণের কি উপযোগী ?

ফেব্রুয়ারী ১৮, ২০১৭

বৃহস্পতি গ্রহের এই উপগ্রহ বিজ্ঞানীদের আলোচনার কেন্দ্র বিন্দু , আলোচনা থাকার কারণও রয়েছে, ধারনা করা হয়, এই উপগ্রহের ভিতর রয়েছে তরল সাগর। তরল সাগর প্রাণ ধারণের একটি আবশ্যিক উপাদান পৃথিবীতে, তাহলে কি এই উপগ্রহেও সম্ভব? এই প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা চলছে।

এপোলো ১১ চন্দ্র অভিযান

জানুয়ারি ২১, ২০১৭

এপোলো-১১ , মহাকাশ অভিযানের এক মাইলফলক। ১৯৬৯ সালের ২১শে জুলাই নেইল আর্মস্ট্রং প্রথম মানব হিসেবে চাঁদে পদার্পণ করেন, তার প্রায় ২০ মিনিট পর বাজ অল্ড্রিন চাঁদের পৃষ্ঠে অবতরণ করেন। তাদের আরেক সঙ্গী মাইকেল কলিন্স তখন চাঁদের কক্ষপথে সার্ভিস মডিওল (Service Module) “কলাম্বিয়া”  পরিচালনা করছিলেন। নভোচারীরা চাঁদের মাটিতে প্রায় ২১ ঘণ্টা ছিলেন । অতঃপর অভিযান শেষে সকল নভিচারিরা ২৪শে জুলাই নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন।

প্রকৃতির এক রহসস্যের নাম: প্রোটনের জীবনকাল

৮ই ফেব্রুয়ারী ২০১৭

প্রকৃতির এক রহসস্যের নাম  "প্রোটনের জীবনকাল"

১। বিগ ব্যাং (Big Bang - বৃহৎ বিস্ফোরণ ) অনুসারে এই মহাবিশ্বের বয়স প্রায় ১৪ বিলিয়ন বছর (১৪ টাইমস ১০ টু দি পাওয়ার ৯ বছর = ১৪০০০০০০০০০ বছর)।

২।  একটি প্রোটনের জীবনকাল হতে পারে ১০^৩২ থেকে ১০^৩৪ বছর (১০ টু দি পাওয়ার  ৩২ বছর থেকে ১০ টু দি পাওয়ার ৩৪ বছর) মতান্তরে ১০^২৯ বছর (১০ টু দি পাওয়ার ২৯ বছর )

৩। প্রোটনের  অর্ধায়ু প্রায় ১০^৩২ থেকে ১০^৩৪ বছর (১০ টু দি পাওয়া ৩২ বছর থেকে ১০ টু দি পাওয়ার ৩৪ বছর) হতে পারে।  

দেখা যাচ্ছে বিগ ব্যাং (Big Bang - বৃহৎ বিস্ফোরণ ) অনুসারে মহাবিশ্বের যে বয়স তা দিয়ে কোনভাবেই প্রোটনের সম্পূর্ণ বয়সকে পর্যবেক্ষণ সম্ভব নয় । অর্থাৎ বিজ্ঞান এখনো প্রোটনের চিরচেনা রূপকে অন্তিম দশায় নিয়ে বর্ণনা করতে সত্যি ব্যর্থ।  কেননা প্রোটনের অন্তিম রূপ কী  হতে পারে  তা আমরা এখনো জানিনা ।

শনির উপগ্রহ টাইটান

২৮শে জানুয়ারী ২০১৭

টাইটান শনি গ্রহের একটি উপগ্রহ, বিভিন্ন কারণে টাইটান অন্য সকল উপগ্রহ থেকে আলাদা এবং বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। টাইটানের নিজস্ব বায়ুমণ্ডল আছে, ভূপৃষ্ঠে তরল সাগর রয়েছে (মিথেন)। আর বেশ কিছু কারণে পৃথিবীর সাথে মিল রয়েছে। ১৬৫৫ সালের ২৫শে মার্চ টাইটান আবিষ্কার করেন ডাচ জ্যোতির্বিদ ক্রিস্টিয়ান হাইগেন।

তথ্য

- শনির বৃহত্তম উপগ্রহ

- আকারে টাইটান আমাদের চাঁদ থেকে বড়, এমনকি বুধ গ্রহ থেকেও বড়

- টাইটান শনি গ্রহকে কেন্দ্র করে আবর্তন করে, শনি থেকে দূরত্ব ১২ লক্ষ কিমি।

- একবার শনি গ্রহকে আবর্তন করতে সময় লাগে ১৫ দিন ২২ ঘণ্টা।

- গড় ব্যাসার্ধ ২৫৭৫ কিমি

​- তাপমাত্রা -১৭৯ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস)

চাঁদের কথা

জানুয়ারী ২২, ২০১৭

চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। পৃথিবীর উপর চাঁদের প্রভাব অনেক। পৃথিবীর জলবায়ু পরিবর্তন, জোয়ার - ভাটা এবং পৃথিবীর স্থিতিশীল অক্ষের উপর চাঁদের প্রভাব অনেক। চাঁদ সৌরজগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ। পৃথিবী থেকে সব সময় চাঁদের একটি মাত্র দিক দেখতে পাওয়া যায়। চাঁদ নিজের অক্ষে একবার ঘুরতে জোত সময় লাগে, ঠিক একই সময় নেয় পৃথিবীকে আবর্তন করতে। নিজেকে আবর্তন করতে চাঁদের ২৭ দিন লাগে , ঠিক একই সময় লাগে পৃথিবীকে একবার পরিভ্রমণ করতে, কিন্তু যেহেতু পৃথিবী নিজেও নিজের অক্ষপথে ঘুরছে টাই পৃথিবীর সাপেক্ষে এই সময় ২৯ দিন।

টাইটানের হ্রদ

১৭ নভেম্বর ২০১৬

শনির উপগ্রহ টাইটান , এই উপগ্রহে তরল হাইড্রোকার্বনের সমুদ্র ও হ্রদ হয়েছে। জানামতে পৃথিবীর ছাড়া শুধু টাইটানেই সমুদ্র ও হ্রদ পাওয়া গিয়েছে, ক্যাসিনি মিশনের পর্যবেক্ষণে তার প্রমাণ পাওয়া যায়।

স্পুটনিক

১৭ নভেম্বর ২০১৬

স্পুটনিক মানুষের তৈরি প্রথম মহাকাশযান। ১৯৫৭ সালের ৪ ঠা অক্টোবর এই মহাকাশযান মহাকাশে প্রেরণ করা হয়।

Please reload

bottom of page