বহিঃসৌরমণ্ডলী গ্রহ

এক্সো- প্ল্যানেট বা বহিঃসৌরমণ্ডলী গ্রহ : এক্সো- প্ল্যানেট বা বহিঃসৌরমণ্ডলী গ্রহ বলতে আমাদের সৌরজগতের বাইরে অন্য তারামণ্ডলীতে অবস্থিত গ্রহকে বুঝানো হয়। যেহেতু গ্রহের নিজের আলো নেই, তাই সরাসরি পর্যবেক্ষণ করা সব সময় কঠিন ছিল। অত্যাধুনিক যন্ত্রের কল্যাণে এবং নতুন ধরনের কলাকৌশলের কারনে অন্য তারা জগতের গ্রহের তথ্য আমরা জানতে পারি। এই অংশে আমরা এক্সো-প্ল্যানেট সনাক্তকরার বিভিন্ন্য কৌশল নিয়ে আলোচনা করা হবে।

বিস্তারিত
  • এক্সো-প্ল্যানেট GJ 1132b বায়ুমণ্ডলের সন্ধান

    পৃথিবী থেকে প্রায় ৩৯ আলোকবর্ষ দুরে অবস্থিত এবং পৃথিবী থেকে ১.৪ গুন বড় গ্রহে বায়ুমণ্ডলের প্রমাণ পাওয়া গিয়েছে। সৌরজগতের বাইরে অবস্থিত কোন গ্রহে এই প্রথম বায়ুমণ্ডলের প্রমাণ পাওয়া গেল। বিজ্ঞানীদের ধারনা বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বা মিথেন রয়েছে ( অথবা পানি-মিথেন ) ।

  • নতুন গ্রহ : প্রক্সিমা-বি

    নতুন গ্রহ : প্রক্সিমা-বি

    আলফা সেন্টুরি ৩ টি তারা নিয়ে গঠিত, আলফা সেন্টুরি - A , আলফা সেন্টুরি - B এবং প্রক্সিমা সেন্টুরি। এর মধ্যে আলফা সেন্টুরি A and B - নিজেদের সাধারণ (Common centre of gravity) কেন্দ্রে আবর্তন করে, প্রক্সিমা সেন্টুরি আকারে বেশ ছোট এবং দূরবর্তী, প্রক্সিমা সেন্টুরি আলফা সেন্টুরি-A &B দুইটি নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করে।

  • এক্সো-প্ল্যানেট : ট্রাপিষ্ট -১ (TRAPPIST-1) নতুন পাওয়া ৭টি গ্রহ

    এক্সো-প্ল্যানেট : ট্রাপিষ্ট -১ (TRAPPIST-1) নতুন পাওয়া ৭টি গ্রহ

    ই প্রথম কোন নক্ষত্র মণ্ডলের চারিপাশে এতগুলো গ্রহের অবস্থান নিশ্চিত হওয়া গিয়েছে, মোট ৭ টি গ্রহ এই নক্ষত্রকে কেন্দ্র ঘুরছে। তাদের মধ্যে তিনটি গ্রহ বাসযোগ্য অঞ্চলে (Habitable Zone)অবস্থিত। Spitzer টেলিস্কোপের মাধ্যমে এই সাতটি গ্রহ সনাক্ত করা হয়েছে, এই গবেষণায় অন্যান্য টেলিস্কোপের মাধ্যমেও বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে ।

  • এক্সো- প্ল্যানেট : TOI-715 b সুপার পৃথিবী

    এক্সো- প্ল্যানেট : TOI-715 b সুপার পৃথিবী

    গত জানুয়ারী মাসে (২০২৪ সালের) বিজ্ঞানীরা পৃথিবী থেকে মাত্র ১৩৭ আলোক বর্ষ দূরে একটি এক্সো-প্ল্যানেট সনাক্ত করেছেন।  এই গ্রহটির আকার, গঠন থেকে সুপার পৃথিবী শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। এই গ্রহটির নাম TOI-715 b, পৃথিবী থেকে দেড়গুন বড়